ঢাকাসোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

একসঙ্গে শাহরুখ-আমির

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭ , ০৫:০৬ পিএম


loading/img

নির্মাতা করণ জোহর শনিবার বন্ধুর জন্মদিনের পার্টিতে বলিউডের দু’ মহাতারকা শাহরুখ খান ও আমির খানের ছবি পোস্ট করেন। আর সে ছবির ভাইরালের রেশ কাটতে না কাটতেই শাহরুখ তার টুইটারে মিস্টার পারফেক্টশনিস্ট আমিরকে নিয়ে ফের ছবি পোস্ট করেন।

বিজ্ঞাপন

কিং খান ছবিটির ক্যাপশনে লেখেন, ২৫ বছর ধরে দুজন-দুজনকে চিনি, এটাই প্রথম ছবি যেটা এক সঙ্গে নিজেদের তোলা। রাতটা মজার ছিল।

মজার বিষয় হচ্ছে পার্টিতে দুই খান সাদা কাপড়ে ছিলেন। আমির পরেছিলেন সাদা শার্ট আর শাহরুখকে দেখা গিয়েছে সাদা ব্লেজারে। বলিপাড়ায় আমিরের 'দঙ্গল' আর শাহরুখের 'রইস' চলছে নিজ নিজ তালে। এর এমন সময় দুই খানের বন্ধুত্ব আরো চমৎকার আমেজ এনে দিয়েছে ভক্তদের জন্য।

বিজ্ঞাপন

এদিকে সালমান খানের সঙ্গেও বর্তমানে এ দুই খানের সম্পর্ক ভালোই যাচ্ছে। প্রথমবারের মতো তিন খানের একতা এক সঙ্গে দেখছে সিনেমাপ্রেমীরা।

ওয়াই/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |